২০২৫ সালে সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশী পণ্য রপ্তানিকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মেড ইন বাংলাদেশ " নামে এক্সপো মেলা। মধ্যপ্রাচ্যের এই দেশটির সাথে বাংলাদেশর বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে থেকে তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, বেকারি পণ্য, জুস, পাট ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রীর মাধ্যমে প্রায় ২৮ থেকে ৩০ মিলিয়ন ডলারের সৌদিতে রপ্তানি করে থাকে। সম্ভাবনাময় সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডকে কাজে লাগাতে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী সৌদিআরবের জেদ্দাস্থ রেডিসন ব্লো হোটেলে গ্লোবাল এন্ড কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য নিয়ে মেলা বসবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় স্থানীয় সেভেন...