১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, একটি দল পিআর এর নামে নির্বাচন বানচাল করতে চায়। অথচ পিআর কি তা এদেশের মানুষ জানেনা। দীর্ঘ ১৭ বছর আমরা দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমরা অনেকে নিজের বাবার জানাজায় পর্যন্ত শরিক হতে পারিনি। একে অন্যের সাথে দেখা হতো, হয় রাজপথে না হয় কারাগারে। শুধু ৩৬ দিনের আন্দোলনে এদেশ স্বাধীন হয়নি। এই জায়গাটি দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তৈরি করেছি আমরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বরকত উল্ল্যাহ বুলু আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে ১৭ বছর যে রাজনীতি করেছে আজকের এই...