১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম টি-টোয়েন্টিতে ৩০০ রান!এখনো ওয়ানডেতে যেটিকে ম্যাজিক নাম্বার মনে করা হয়, সেই রান ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণেই করে ফেলল ইংলিশরা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের উত্তাল ব্যাটিং শুধু বাটলার-সল্টরা বসিয়ে দিলেন রেকর্ডের বন্যা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ক্রিকেটীয় রেকর্ড বইয়ে নতুন করে কী কী লেখা হলো— দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের পুঁজি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এবং এই সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর ওপরে আছে কেবল জিম্বাবুয়ের ৪ উইকেটে ৩৪৪ রান (গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪ সালে) এবং নেপালের ৩ উইকেটে ৩১৪ রান (মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩ সালে) ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ: ইংল্যান্ডের মাটিতে ঘরোয়া বা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের কীর্তি এটি। ২০২২ সালে ডার্বিশায়ারের বিপক্ষে সমারসেট...