বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি স্মরণ করলেন তার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা! যখন এক সাংবাদিককে কেন্দ্র করে ঘটনার জেরে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছিল। ঘটনার শুরু একটি ভুয়া খবর থেকে। ক্যারিয়ারের প্রথম দিকে শাহরুখকে নিয়ে অনেক ভুয়া ও অতিরঞ্জিত খবর ছাপা হতো। এর কারণ, বলিউডে তিনি ছিলেন আউটসাইডার! একবার এক ম্যাগাজিনে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘গোপন সম্পর্ক’ বিষয়ক মিথ্যা খবর প্রকাশ হয়। সদ্য বিয়ে করা শাহরুখ এই খবরকে অত্যন্ত অপমানজনক মনে করেন। তিনি সরাসরি সেই সাংবাদিককে ফোন করে প্রশ্ন করেন, কেন এমন লেখা হলো। সাংবাদিক হাসতে হাসতে বলেন, “এটা তো মজা।” কিন্তু শাহরুখ রেগে গিয়ে জবাব দেন, “এটা মোটেও মজার নয়।” পরে তিনি সরাসরি ম্যাগাজিনের অফিসে চলে যান। নিজের ভাষায় শাহরুখ বলেন, “আমি গিয়ে মারধর করি, খুব বাজে ব্যবহার করি। তখন...