টসে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, 'উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। প্রথমে ব্যাট করতে আপত্তি নেই। আগের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি, তবে কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। জিততে হলে সব বিভাগেই ভালো করতে হবে।'প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। এবার শক্তিশালী শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরের পথে বড় পদক্ষেপ নিতে পারবে টাইগাররা। তবে হারলে কঠিন হয়ে যাবে তাদের সমীকরণ।লঙ্কানরা নিজেদের এবারের এশিয়া কাপ অভিযান শুরু করছে এই ম্যাচ দিয়েই। তাই শুরুটা জয় দিয়েই করতে চাইবে তারা। তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ধারাবাহিক টি-টোয়েন্টি পারফরম্যান্স দেখাচ্ছে, সেটিই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজ শিবিরে। উল্লেখযোগ্যভাবে, শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজই তারা জিতেছে, যার মধ্যে একটি শ্রীলঙ্কার মাটিতেই।বাংলাদেশএকাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের...