দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন ২০২০ সালের জুলাই মাসে। কিন্ত অবাক করা বিষয় হলো, মৃত্যুর পাঁচ বছর পর প্লে-ব্যাক সম্রাট’খ্যাত এই জনপ্রিয় গায়ককে আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল–১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে। ইতিমধ্যে চিঠিটি পৌঁছে গেছে গণমাধ্যম কার্যালয়েও। কর অঞ্চল–১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে কাজী রেহমান সাজিদ বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের...