আবুধাবিতে আজ জিততে পারলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে এশিয়া কাপের সুপার ফোরে ওঠা। এমন সমীকরণের মুখে শক্তিমত্তায় সমানে সমান শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে টস হেরে গেছেন লিটন দাস। শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছে আগে বোলিং করার। বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে একটি। তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আর লঙ্কানদের একাদশে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত এক দশকে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে। সাম্প্রতিক সময়ে অবশ্য বাংলাদেশই এগিয়ে—গত জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা, তার আগে ২০২৪ টি২০ বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচগুলোতে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেওয়াই ছিল বাংলাদেশের মূল সাফল্য। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন...