জামায়াত-আওয়ামী লীগ অনেক আগে থেকেই আঁতাত ছিল বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আজ শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন। বুলু বলেন, ‘বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে শেখ হাসিনার আঁতাত ছিল। ওই সময় জামায়াত-আওয়ামী লীগ আঁতাত করে ১৭৩ দিন খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।’ বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।’ বুলু আরও বলেন, ‘যারা ৭১ এর স্বাধীনতাকে মানেন না, তারা প্রকারান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার...