সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ৬ ওভারে ৩০/৩ (মেহেদী ৪*, লিটন ১৮*; তানজিদ ০, পারভেজ ০, হৃদয় ৪) শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে আরও বিপদে ফেলেছেন তাওহীদ হৃদয়। থুশারার পঞ্চম ওভারে অযথা রান নেওয়ার তাড়ায় রানআউটে কাটা পড়েছেন ৮ রানে। তার আগের বলেই অবশ্য ক্যাচ তুলেছিলেন। সেটা হাতে জমাতে পারেননি শ্রীলঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। তখন হৃদয় ৪ রানে ব্যাট করছিলেন। প্রথম ওভারে রান পায়নি বাংলাদেশ। সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারে দশমন্থ চামিরার বলে শূন্যরানে বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তাতে ১০ বলে কোনও রান না নিয়েই দুই ওপেনারকে হারায় তারা। শুরুর ধাক্কায় বাংলাদেশ দুই ওভারে কোনও রানই পায়নি। রান পায় ১৪ নম্বর বলে এসে। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুর ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। কোনও রান নিয়ে...