সেপ্টেম্বর ১০ থেকে ১৩ তারিখের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়ায় তীব্র অভিযান চালিয়ে ভারত সমর্থিত উগ্রবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ৩৫ সদস্যকে নির্মূল করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) শনিবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অভিযানগুলোর সময় ১২ জন সাহসী পাকিস্তানি সেনা মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে প্রাণ উৎসর্গ করেছেন। প্রথম অভিযানটি বজৌর জেলায় পরিচালিত হয়, যেখানে গোয়েন্দা রিপোর্টে মিলিটারদের উপস্থিতি শনাক্ত করা হয়। এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী খাওয়ারিজদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ২২ উগ্রবাদীকে নির্মূল করতে সক্ষম হয়। একই সময়ে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক এক মিশনে আরও ১৩ উগ্রবাদী ধ্বংস করা হয়েছে। এই ব্যক্তিরা এলাকায় সক্রিয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই অভিযানের সময় ১২ জন পাকিস্তানি সেনা ভারী...