পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনীর শনিবার দেশটির বান্নুতে উচ্চ পর্যায়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠকে অংশ নেন এবং সম্প্রতি দক্ষিণ ওয়াজিরিস্তানে শহীদ হওয়া সেনাদের জানাজায় উপস্থিত হন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈঠকে বান্নুর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণ ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো দ্ব্যর্থহীনতা থাকা উচিত নয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে উভয় নেতা তাদের জানাজায় উপস্থিত হন এবং বান্নুর সেনা হাসপাতালে আহতদের দেখতে যান। তারা আহতদের দেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। শাহবাজ শরিফ আফগানিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন, পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রমের মূল নেতৃত্ব ও সুবিধাজনক ব্যক্তিরা সীমান্তের ওপারে অবস্থান করছে। তিনি বলেন, আফগান নাগরিকরা...