জাতীয় ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে, এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আর কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের দাবি, সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতে করা হলেও ভিন্নভাবে দেখানো হচ্ছে। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। শনিবার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ—জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)। অনুষ্ঠানে রাজনীতি, বিচার ও সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জরিপের ফলাফল তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের ২৪ শতাংশ মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে আছেন ১৯ শতাংশ। আর একইসঙ্গে দুটোই চান ৫৭ শতাংশ মানুষ। পরে বর্তমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব বিষয়ে অগ্রাধিকার দরকার সে সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...