এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের এই ম্যাচকে সুপার ফোরের সমীকরণ মেলানোর মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। এমন ম্যাচে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরের লড়াইয়ে অবস্থান পাকা করার লক্ষ্য বাংলাদেশের সামনে। অন্যদিকে, এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু করবে শ্রীলঙ্কা। জয় দিয়ে টুর্নামেন্টের শুরু করতে চায় লঙ্কানরাও। পরিসংখ্যানে অবশ্য বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ দল। দুই দলের ২০ বারের মুখোমুখি দেখায়...