সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি সংবাদদাতা ||রাইজিংবিডি.কম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে এজিএস পদে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা জয় পেয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।আরো পড়ুন:ভোট বর্জন করা ছাত্রদল ভিপি-জিএস পদে যত ভোট পেলজাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ঘোষিত ফলাফলে এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান ২ হাজার ৩৫৮ ভোট এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়েছেন। এছাড়া ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট। জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন মাজহারুল ইসলাম।...