ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশাল জয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার। জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস, এজিএসসহ ২১টিতেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান। জাকসুতে জিএসসহ সম্পাদকীয় যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সহসাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন,...