১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম এশিয়া কাপের ১৭তম আসরের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। আবু ধাবির জয়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত সাতে ৮টায়। হংকংকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। অন্যদিকে আসরে প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কা। হংকংয়ের বিপক্ষে টস জিতে পরে ব্যাট করেছিল বাংলাদেশ দল। দুই দিন আগে ‘বি’ গ্রুপের সেই ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারায় লিটন দাসের দল। সেই ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা খেলছে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে। তিনজন আছেন অলরাউন্ডার। ফিরেছেন তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে ফেরানো হয়েছে পেসার মাথিশা পাথিরানাকে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন লেগ...