আরও একদল তরুণ শিক্ষার্থীর উচ্চতর শিক্ষাজীবন শুরু হলো ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বনানীর ইউসিএসআই ক্যাম্পাস।১৩ সেপ্টেম্বর শনিবার ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীণ-বরণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকগণ অংশ নেন। এবারের ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্ট এর ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং নতুন শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী- শশী হোসেন এবং আহনাফ ফতেহ...