হংকং ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি তাসকিন। ২ উইকেট পেলেও ৩৮ রান দিয়েছেন অভিজ্ঞ পেসার।এক ম্যাচ পরই একাদশে ফিরলেন শরিফুল। বাঁহাতি এই পেসার সবশেষ একাদশে ছিলেন নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। বৃষ্টিতে ভেসে যাওয়া ওই ম্যাচে অবশ্য বোলিং করতে পারেননি তিনি।এখন পর্যন্ত ৫২ টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট নিয়েছেন শরিফুল। ওভারপ্রতি রান খরচ করেছেন আটের বেশি রান। তার ক্যারিয়ার সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।বাংলাদেশ একাদশ:পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। হংকং ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে...