মিয়ানমারের রাখাইন রাজ্যের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ দাবি করেছে। নিহতদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। খবর ডয়চে ভেলের।আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে দুটি বেসরকারি স্কুলে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজ ব্যহত এবং গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত থাকায় প্রকৃত সংখ্যা অজানা।২০২১ সালে গণতন্ত্রের প্রতীক অং সান সু চির নেতৃত্বে বেসামরিক সরকারকে সামরিক বাহিনী উৎখাত করে। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। অন্যান্য অঞ্চলের চেয়ে রাখাইনের সংঘাত সবচেয়ে নৃশংস।জান্তার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বদানকারী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ২০২৩ সালের নভেম্বরে রাখাইনে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে তারা। গোষ্ঠীটি এখন পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি...