নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। এতে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও নেপালের প্রতি গভীর শুভকামনা প্রকাশ করেন।অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, নেপালের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন, তা নিঃসন্দেহে ঐতিহাসিক। বাংলাদেশ সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।তিনি বলেন, আমরা মনে করি, আপনার নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, নেপালের জনগণের দৃঢ়চেতা মনোভাব ও সংগ্রামী চেতনা সবসময়ই অনুকরণীয়, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই দেশটি আরও অগ্রগতি অর্জন করবে।প্রধান উপদেষ্টা তার বার্তায় বাংলাদেশ-নেপাল সম্পর্কের ঐতিহাসিক বন্ধুত্বের কথাও স্মরণ করেন।...