এশিয়া কাপে দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বেশির ভাগ শীর্ষ কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআই কর্তারা ম্যাচটি নীরবে বর্জন করবেন। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু পাকিস্তানের সঙ্গে তাদের টানাপোড়েনপূর্ণ রাজনৈতিক সম্পর্কের কারণে দুই দলই এখন আর একে অপরের দেশে খেলতে যায় না। গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য তিন বছরের সমঝোতা চুক্তি হয়। এ প্রক্রিয়ায় এশিয়া কাপও ভারত থেকে সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে কি না, তা নিয়েও শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত ম্যাচটি হবে ঠিকই, তবে জাগরণের খবর, এখন পর্যন্ত বিসিসিআইয়ের কোনো অফিশিয়াল দুবাইয়ে পৌঁছাননি।...