এমনকি ইন্তেকালের পরও তিনি কোন স্ত্রীর কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়েছেন, কোন প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে। ‘নবীজির প্রিয় ১০০’ কেবল একটি তথ্যনির্ভর গ্রন্থ নয়; বরং এটি পাঠকের হৃদয়কে নবীপ্রেমে ভরিয়ে তোলার এক অনন্য প্রয়াস। কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে, যা পাঠককে দেবে এক নতুন অভিজ্ঞতা। নবীপ্রেমে সিক্ত এ গ্রন্থে গল্পের ভঙ্গিতে হাদিস ও ঐতিহাসিক দলিল তুলে ধরা হয়েছে, যেন পাঠক সহজে নবীজির ব্যক্তিগত জীবনযাপনের রসায়ন অনুভব করতে পারেন। গ্রন্থের লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, ‘বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, এতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটদের অন্তরও নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায়...