‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না’ হিংসা কবলিত মনিপুরে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর পা রেখে এভাবেই শান্তির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মিজোরামের আইজলে রেল প্রকল্প উদ্বোধন করার পরে মণিপুরের আইজলে পৌঁছান তিনি। ২০২৩ সালে শুরু হয়েছিল মণিপুরে সহিংসতা। তারপর থেকে বিরোধীরা একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে না যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন। অবশেষে, দু’বছর পরে সেই মণিপুরে পা রাখলেন মোদি। শনিবার সফরের শুরুতেই মোদি দেখা করেন দুই বছরের সহিংসতায় ঘরছাড়াদের সঙ্গে। চুড়াচাঁদপুর ছিল সহিংসতার কেন্দ্রস্থল। এখানে মৃত্যু হয় ২৬০ জনের। ভারী বৃষ্টিপাতের কারণে ইম্ফল বিমানবন্দর থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার ভ্রমণ করেন প্রধানমন্ত্রী। চুড়াচাঁদপুরে পৌঁছে মণিপুরকে ‘সাহস ও দৃঢ়তার ভূমি’ বলে প্রশংসা করেন তিনি। পরে মোদি চুড়াচাঁদপুরের ত্রাণ শিবিরে বয়স্ক এবং শিশুদের সঙ্গে দেখা করেন। চূড়াচাঁদপুরের...