ইয়ামালের বাবা-মায়ের পরিচয় হয়েছিল স্পেনের কাতালুনিয়ার মাতারো শহরে। তার দাদি প্রথমে মরক্কো থেকে স্পেনে পাড়ি জমান এবং পরবর্তীতে বাবাকে নিয়ে বার্সেলোনায় আসেন। অন্যদিকে মা শেইলা এবানা গিনি থেকে নিজের মায়ের সঙ্গে স্পেনে আসেন। চরম দারিদ্র্যে বেড়ে ওঠাইয়ামালবলেন, মা কাজের জন্য আমাকে সময় দিতে পারতেন না, কিন্তু ঠিকই রাতের খাবার সময়মতো বানিয়ে দিতেন। আমি স্কুল থেকে এসে ট্রেনিংয়ে যেতাম, তাই মা যখন রাতে বাসায় ফিরতেন তখনই আমাদের দেখা হতো। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে কৈশোর কাটানো ইয়ামাল আরও বলেন, “মা একসময় আমাকে একটি প্লে স্টেশন-৪ কিনে দিয়েছিলেন, যা আমার কাছে পৃথিবীর সেরা উপহার ছিল। এখন আমার কাছে প্লে স্টেশন-৫ আছে, কিন্তু সেই পুরোনো ৪-ই এখনও আমার লিভিং রুমে থাকে।” বর্তমান প্রজন্মের সবচেয়ে উদীয়মান ফুটবলারদের একজন ইয়ামাল। অসাধারণ দক্ষতায় দ্রুতই তারকা খ্যাতি পাওয়া...