আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব।শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দলের অবস্থান স্পষ্ট করে এসব কথা বলেন আরিফুল ইসলাম আদীব।পোস্টে তিনি লেখেন, ‘চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।’আরিফুল ইসলাম আদীব আরও লেখেন, ‘সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।’স্বেচ্ছাসেবক দল নেতা মাহ্ফুজুর রহমানকে বহিষ্কারপ্রসঙ্গত, এর আগে...