বেনাপোল প্রতিনিধি:ভারতের ভিসা জটিলতার কারনে বেনাপোল স্থল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত হৃাস পেয়েছে। আর সেই সাথে নেমেছে রাজস্ব ধ্বস। এ পথে প্রতিদিন আগে ১০ থেকে ১২ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করত। সে অনুযায়ী বাংলাদেশ সরকারের কমপক্ষে গড় ১ কোটি টাকা রাজস্ব আদায় হতো। গত বছর থেকে ভারত ট্যুরিষ্ট ভিসা বন্ধ এবং মেডিকেল ও বিজনেস ভিসা ও শিথীল করায় বেনাপোল দিয়ে বর্তমানে পাসপোর্ট যাত্রী প্রায় শুন্যের কোটায় নেমে এসেছে। আবার ভারতীয় পাসপোর্ট যাত্রীদের অধিকাংশ বিজনেস ভিসা থাকলেও তারাও বেনাপোল কাস্টমস এর খামখেয়ালী পনার কারনে বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে। কাস্টমস স্কানিংয়ের পরও তাদের ব্যাগ খুলে পুনরায় দেখা ওজন করা নান ধরনের টালবাহানা করে কোন এক অদৃশ্য কারনে। আর এসব কাহিনীর জন্য যাত্রী ভারতীয় যাত্রী আসাও অনেক কমে যাওয়ায় রাজস্ব...