মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দুটি স্কুলে বিমান হামলা হয়েছে। এতে দুই স্কুলের আবাসিক ভবনে অন্তত ১৯ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতের এ হামলায় ক্ষমতাসীন জান্তা বাহিনীকে দায়ী করেছে রাখাইনের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের জান্তার সঙ্গে আরাকান আর্মির বিদ্রোহীদের সংঘাতের অন্যতম কেন্দ্র রাখাইন। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ পর কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও ২২ জন। বিবৃতিতে আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়, তারা নিরপরাধ শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় ভুক্তভোগী পরিবারের মতোই শোকাহত।...