রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন থেকে ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমিদুল হাসান মিঠু।শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন মিঠু। এর আগে গত ৭ সেপ্টেম্বর ছাত্রদলের প্যানেলে তাকে না রাখায় স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছাত্রদলের এ নেতা।এ সময় মাহমিদুল হাসান মিঠু গণমাধ্যমকে বলেন, আমি মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। যেহেতু এটি একটি জটিল নির্বাচনী প্রক্রিয়া, তাই যাচাই-বাছাইয়ের ধাপ ছিল এবং আমার বাদ পড়ারও শঙ্কা ছিল। ছাত্রদল একটি বড় সংগঠন— এখানে ব্যক্তিত্বের প্রতিযোগিতা রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাছাই করা হয়েছে। সব নির্বাচনী নিয়ম মেনে সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সংগঠনের ফলাফলকে গতিশীল করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করলাম।তিনি আরও বলেন, সংগঠন আমাকে বিবেচনা করেছে। যে ১৭টি হল সংসদ, একটি...