এবারের লা লিগায় বার্সেলোনা তাদের প্রথম ‘হোম’ ম্যাচ খেলতে নামছে স্রেফ ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। তবে অল্প আসনের মাঠে খেলায় কোনো সমস্যা দেখছেন না দলটির কোচ হান্সি ফ্লিক। এতে খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তার। বার্সেলোনার সামনে এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত তাদের আসল ঘরের মাঠ কাম্প নউ প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হওয়ায়। দুই বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলছে এই স্টেডিয়ামে। কয়েকবার এই মাঠে ফেরার পরিকল্পনা করেও বারবার তা পিছিয়ে দিয়েছে কাতালান দলটি। এই মৌসুমে লা লিগায় প্রথম তিনটি ম্যাচ বার্সেলোনা খেলছে প্রতিপক্ষের মাঠে। রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের খেলার কথা ছিল কাম্প নউয়ে। আরও সময় চেয়ে বার্সেলোনা ম্যাচটি ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ করলেও তা ফিরিয়ে দেয় লা লিগা। গত...