টসে হেরে ব্যাট করবে বাংলাদেশসংযুক্ত আরব আমিরাতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা টাইগারদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ লড়াইয়ে এগিয়ে টাইগারদের লক্ষ্য এখন শ্রীলঙ্কাকে হারানো। লঙ্কানদের বিপক্ষে সবশেষ ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-১ এ জিতেছে বাংলাদেশ। চারিথ আশালাঙ্কার দলের বিপক্ষে এশিয়া কাপে জয়ের ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী...