১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম গাজা সিটিতে আগ্রাসনের জন্য হাজার হাজার রিজার্ভ সৈন্যকে ডাকছে ইসরায়েল। তবে ক্রমবর্ধমান সংখ্যক রিজার্ভ সৈন্য ও তাদের মায়েরা গাজা শহর দখলের ইসরায়েলি সরকারের অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান নেই, তবে সদ্য গঠিত বিভিন্ন দল কারাবাসের ঝুঁকি সত্ত্বেও সামরিক ডাকে সাড়া না দেওয়ার বিষয়টি প্রচার করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় দুই বছরের এই যুদ্ধে এটি একটি নতুন ঘটনা। যদিও এই অস্বীকৃতির ফলে এখন পর্যন্ত সামরিক অভিযানে কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। এই অসম্মতি এমন সময়ে প্রকাশ পাচ্ছে যখন ইসরায়েলিরা বড় ধরনের বিক্ষোভে যোগ দিয়েছে। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করছেন। কারণ তিনি হামাসের সঙ্গে...