যেখানে বাঙালিদের মধ্যে বাঙালিয়ানা হারাচ্ছে, সেখানে বিদ্যার মতো এক দক্ষিণ ভারতীর এমন বাংলাপ্রীতি চমকে দেওয়ার মতো। ঋতুপর্ণ বলেছিলেন, ইংরেজি হরফে একটি লেখা নির্ভুলভাবে বাংলায় লিখে আমাকে মেসেজ করেছিল বিদ্যা। সকলকে সেই মেসেজ দেখিয়েছিলাম আমি।তাঁর বাংলাপ্রীতি নিয়ে বিদ্যা বলেছিলেন, আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্ব জন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালবাসি।নিউজজি/জেডএইচ তাঁর বাংলাপ্রীতি নিয়ে বিদ্যা বলেছিলেন, আমার...