১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম পশ্চিম রাখাইনের একটি গ্রামে দুটি বেসরকারি স্কুলে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। একটি সশস্ত্র গোষ্ঠী এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। শুক্রবার রাতে আরাকান আর্মি (এএ) যারা এলাকাটি নিয়ন্ত্রণ করে, তার মুখপাত্র খাইং থুখা একটি বার্তা সংস্থাকে জানান, একটি জেট ফাইটার কিয়াউকতাও শহরের থায়েট থাপিন গ্রামের পাইনিয়ার পান খিন এবং আ মাইন থিট প্রাইভেট হাই স্কুলে দুটি বোমা ফেলেছে। তিনি বলেন, নিহতদের বেশিরভাগই ১৭ থেকে ১৮ বছর বয়সী বেসরকারি স্কুলের শিক্ষার্থী। আল জাজিরা জানায়, গ্রামের পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, কারণ এলাকার ইন্টারনেট এবং সেলফোন পরিষেবা বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ...