১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেটের সমৃদ্ধ সাংবাদিকতার ইতিহাস রয়েছে। যদিও, আজকাল সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার লক্ষ্য করা যায়। এটা গণতন্ত্রের জন্য ক্ষতির কারণ। তাই, সাংবাদিকতার স্বাধীনতা যেমন প্রয়োজন তেমনি সাংবাদিকদের নৈতিক স্থলন ও হলুদ সংবাদিকতা রোধ করা অপরিহার্য। তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন এর উদ্যোগে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ২০২৩ সালের জন্য সিলেটের ১১ জন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। ইউনেস্কো ক্লাবের সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরও বলেন, সংবাদপত্র...