১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি ‘ইসরায়েলের উন্মত্ততা’ মোকাবিলায় ইসলামিক দেশগুলোকে একটি ‘যৌথ অপারেশন সদর দপ্তর’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কার্যকর পদক্ষেপ ছাড়া শুধু রুটিন সম্মেলন এবং বক্তৃতা আরও আগ্রাসনের সুযোগ করে দেয়। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া (সাবেক টুইটার) একটি পোস্টে আলী লারিজানি সাম্প্রতিক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনের সমালোচনা করে এটিকে ‘‘বক্তৃতায় পূর্ণ এবং কোনো বাস্তব ফলাফলবিহীন’’ বলে অভিহিত করেছেন, যা একটি অকার্যকর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মতো। তিনি সতর্ক করে বলেন, ‘‘নিষ্ক্রিয়তা জায়োনবাদী শাসনের বিরুদ্ধে একটি নতুন আগ্রাসনের আদেশ দেওয়ার সমতুল্য।’’ মুসলিম সরকারগুলোকে বিবৃতি প্রদানের পরিবর্তে সুনির্দিষ্ট সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। লারিজানি আরও লেখেন, এমনকি একটি সীমিত, কিন্তু চূড়ান্ত পদক্ষেপ...