খাবারে বরকত লাভ করার জন্য খাবার সামনে এলে আল্লাহর কাছে খাবারে বরকতের জন্য দোয়া করুন। খাবার সামনে এলে খাবারে বরকত প্রার্থনা করে এ দোয়াটি পাঠ করা সুন্নত: ‘আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান-নার’ অর্থাৎ হে আল্লাহ, আমাদের যে রিজিক দান করেছেন, তাতে বরকত দিন এবং জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন। (কিতাবুল আজকার: ৬৫০) খাওয়া শুরু করার সময় পড়ুন ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ অর্থাৎ আল্লাহর নামে অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছি। রাসুল (সা.) বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। (সহিহ মুসলিম: ৫৩৭৬) তাই ‘বিসমিল্লাহ’ যেন কোনোভাবেই ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে...