সামজিক মাধ্যমে স্ক্রল করার সময় হঠাৎই ভিডিও বা জিফ চালু হয়ে গেলে অনেকেরই বিরক্ত লাগে। কারও কাছে এটি অতিরিক্ত ডেটা খরচের কারণ, আবার কেউ কেউ চান না ভাইরাল কোনো কনটেন্ট আচমকা সামনে চলে আসুক। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, চাইলে সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেইসবুক ও ইনস্টাগ্রামে অটোপ্লে বন্ধ করা সম্ভব। ফেইসবুকে সমাধানটা বেশ সহজ। প্রোফাইল ছবির আইকনে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘প্রেফারেন্সেস’ এবং পরে ‘মিডিয়া’ অপশনে ক্লিক করলে ‘ভিডিও প্লেব্যাক’ নামে একটি অপশন পাওয়া যাবে। এখানে ‘নেভার’ নির্বাচন করলেই নিউজফিডে আর কোনো ভিডিও নিজ থেকে চালু হবে না। অন্যদিকে ইনস্টাগ্রামে সরাসরি অটোপ্লে বন্ধের সুবিধা নেই তবে বিকল্প ব্যবস্থা আছে। প্রোফাইলে গিয়ে উপরের ডান দিকের তিন দাগের মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ খুলতে হবে।...