১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) পর এ বার পাকিস্তান সরকারের নিশানায় আর এক বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। শুক্রবার থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তান সীমান্তে নতুন করে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা। সঙ্গী সশস্ত্র পুলিশ, বিশেষ সন্ত্রাসদমন বাহিনী ‘কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) এবং দুই আধাসেনা— ফ্রন্টিয়ার কোর ও রেঞ্জার্সের যৌথবাহিনী। সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) জানায়, শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণ ওয়াজ়িরিস্তান এবং বাজ়াউর জেলায় এলাকায় গুলির লড়াইয়ে ১২ জন সেনা এবং অন্তত ৩৫ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছেন। বিকেল পর্যন্ত চলছে লড়াই। জঙ্গিদমনে ড্রোন এবং হেলিকপ্টারও পাক সেনা ব্যবহার করছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। এর মধ্যে বাজাউরে টিটিপির ডেরায় যৌথবাহিনীর অভিযানের সময় সংঘর্ষ হয়। অন্য দিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানে...