দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত রোগটিতে ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হলেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। আর ঢাকা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ৪৫ জন ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭২২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ২ জন। আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু...