বাংলাদেশ প্রেমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের সর্বশেষ মৌসুম শেষ হয়েছে গত ২৯ মে। সেসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কার দেওয়া হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়নি। এমনকি সেসময় ঘোষণা করা হয়নি সেরা খেলোয়াড়ের নামও। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাফুফে। সেখানেই ঘোষণা করা হয় গত মৌসুমের সেরা খেলোয়াড়দের নাম। অবশ্য সেখানে পুরস্কার নিতে আসেননি বেশির ভাগ সেরা খেলোয়াড়ই। প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালোদের চ্যাম্পিয়ন করতে বড় অবদান ছিল দলটির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতের। মোহামেডানের জার্সিতে ১৯ গোলে নাম লিখিয়েছিলেন তিনি। এবার সেটার পুরস্কারও পেলেন। গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। গত মৌসুমটা ভালো যায়নি ঢাকা আবাহনীর। অনেকটা ছন্নছাড়া হয়ে দল গোছায় তারা। ছিল না বিদেশি খেলোয়াড়ও। সেই দলটাও টুর্নামেন্টর তৃতীয়...