শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু সময় আগে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। ভিপি পদের ৫ প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা: আব্দুর রশিদ জিতু ৩৩৩৪, আরিফ উল্লাহ ২৩৯২, আরিফুজ্জামান উজ্জ্বল ১২১১, শেখ সাদী হাসান ৬৪৮, সোহানুর রহমান ১১৫ ও রাব্বি হোসেন ৭০। জাকসুতে মোট পদের সংখ্যা ২৫টি। এর মধ্যে ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। জিএসসহ বাকি ২১টি পদেই বড় জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা। জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস)...