নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাকবিভাগ, পাসপোর্ট অধিদপ্তর, পুলিশ ও জন্ম নিবন্ধন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরগুলো সমন্বিতভাবে কাজ করবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইল অ্যাপ তৈরি হবে, যা দিয়ে ভোটাররা নিবন্ধন ও ভোটের তথ্য ট্র্যাক করতে পারবেন। ১ থেকে ৩১ অক্টোবর অ্যাপের ট্রায়াল, ত্রুটি সংশোধন ও উন্নয়ন কাজ চলবে। ১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ব্যালট পেপার, নির্দেশিকা ও ঘোষণাপত্র মুদ্রণ করা হবে। ২০ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো হবে। ভোটগ্রহণের এক মাস আগে ব্যালট পেপার বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, যা সিল করে রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। নির্বাচন কমিশনার...