আগামী ফিফা উইন্ডোতে ভারত সফরে আসবেন লিওনেল মেসি। সেই জন্য অপেক্ষার প্রহর গুণছেন ফুটবল ভক্তরা। তবে এর আগেই ভারতে আসতে যাচ্ছেন আরেক ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জাওরা, সৌদি আরবের আল নাসর এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। এএফসি কাপে গোয়ার বিপক্ষে খেললে ভারতে আসবেন এই পর্তুগিজ সুপারস্টারকে। তবে চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে সিআর সেভেনকে বাধ্য করতে পারবেন না আল নাসর কর্তৃপক্ষ। কেবল রোনালদো খেলতে চাইলে ভারতে দেখা যেতে পারে তাকে। সেই সম্ভাবনার পথ খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর নামও নিবন্ধন করিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২জন বিদেশি ফুটবলারের নাম...