নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-তে শনিবার (১৩ সেপ্টেম্বর), ওআইসি-কমস্টেক (OIC-COMSTECH), ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থা (IOFS), ও এনএসইউ’র যৌথ আয়োজনে ৩য় কৃষি জৈবপ্রযুক্তি যুব ফোরামের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি-কমস্টেক এর কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. ইকবাল চৌধুরী; ইসলামিক ফুড সিকিউরিটি সংস্থার সহকারী মহাপরিচালক রাষ্ট্রদূত খুসরভ নোজিরি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ; এনএসইউ বোর্ড অব...