আগামীকাল এশিয়া কাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে উত্তেজনা আগেই তুঙ্গে, আর সেই উত্তাপ আরও বাড়ালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। আখতারের মতে, ভারত নাকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চায় না। তার বদলে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পছন্দ করবে সূর্যকুমার-গিলরা। পাকিস্তানের এক স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের আগ্রাসী খেলার ধারা ও ম্যাচের চাপ নিয়ে। একইসঙ্গে পাকিস্তানকে শতভাগ প্রস্তুতি নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পরামর্শ দেন তিনি। ভারত পাকিস্তানের বিপক্ষে কেমন খেলতে পারে—এমন প্রশ্নে আখতার বলেন, ‘ব্যাপারটা খুবই স্পষ্ট, তারা আপনার ওপর পূর্ণ আধিপত্য রেখে খেলবে চাইবে এবং আপনাকে পুরো ধসিয়ে দেওয়ার জন্যই খেলবে।’ গ্রুপ পর্ব পেরোতে পারলে সুপার ফোরে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে ভারতকে। সেখানে রাউন্ড-রবিন...