“ভুল তথ্য উপাত্ত দিয়ে আমাদের অর্থনীতিকে বিগত সরকারের সময়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এলডিসি গ্রাজুয়েশন সিদ্ধান্ত এসেছে। অর্থনীতিকে ফুলিয়ে ফাপিয়ে দেখিয়ে গত সরকার আমাদের ব্যবসায়িদের ঝুঁকিতে ফেলেছে।” শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘এলডিসি গ্রাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম আলী এসব কথা বলেন।আরো পড়ুন:হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যআন্তর্জাতিক বাজার হারাচ্ছে কাঁচাপাট হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্য সেমিনারে প্রধান অতিথির ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম...