নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কেন মাত্র ৩ জন উপদেষ্টা নিলেন?শপথ গ্রহণের পরই কীভাবে জানানো হলো মাত্র ৬ মাসের মধ্যেই নির্বাচন?দেশটিতে অচলাবস্থার অবসান হচ্ছে কীভাবে?কী পরিস্থিতি নেপালের? নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। এর মাধ্যমে নেপালের অচলাবস্থার অবসান হলো। তবে মাত্র তিনজন ব্যক্তিকে সাথে নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন। আগামী ৫ মার্চ নেপালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন ঘোষণায় প্রশংসায় ভাসছেন সুশীলা কার্কি। সরকার গঠন এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া শুরুর পেছনে জেন-জিরও অবদান রয়েছে। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা মন্ত্রিত্ব চায়নি, কোন দল গঠনের ঘোষণাও দেয়নি। তারা সরকারকে দায়িত্ব দিয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছে। যাওয়ার আগে দেশজুড়ে যে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মারপিট হয়েছে তার জন্য দুঃখপ্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, আন্দোলনের সময় যেসব রাস্তাঘাট,...