তিনি বলিউডের ‘ভিলেন’। অথচ দুস্থদের ত্রাতা হিবেসে পরিচিত। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে সোনু সুদ যত না লাইমলাইটে, তার চেয়েও এ অভিনেতা বেশি আলোচিত বাস্তবজীবনের কর্মকাণ্ড নিয়ে। এবার পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন ‘বাস্তবের হিরো’। শুধু ত্রাণসামগ্রী পাঠিয়ে কিংবা আর্থিক সাহায্য করেই ক্ষান্ত হননি সোনু সুদ, বরং নিজে সশরীরে হাজির হয়েছেন বন্যার্তদের মাঝে। শুকনো চেহারা, উধাও বলিউডের গ্ল্যামার! একনজরে অভিনেতাকে দেখে চেনা দায়। সাধারণ উদ্ধারকারীদের ভিড়ে মিশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন তিনিও। ‘গ্রাউন্ড জিরো’ থেকে ভারতের বিত্তশালীদের হয়ে কাতর আর্তি জানালেন অভিনেতা। দিন কয়েক ধরেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থার টিম নিয়ে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন সোনু। দিনরাত এক করে বন্যাকবলিত গ্রামগুলোতে মানবসেবায় ব্যস্ত অভিনেতা। যার প্রভাব পড়েছে সোনু সুদের শরীরেও! শীর্ণকায় চেহারা, প্রখর রোদে পুড়ে অভিনেতার গায়ের রং-ই বদলে গেছে।...