আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে ‘বি’ গ্রুপে পড়েছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। আজ (শনিবার) বিকেলে বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের রানার্সআপ আবাহনীর সাথে পড়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে কোয়ালিফায়ার্স। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে কোয়ালিফায়ার্স-১ ম্যাচ। জয়ী দল উঠে যাবে ফাইনালে। এলিমিনেটর খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-২...