আসন্ন ভারত-পাকিস্তান লড়াই ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনা চরমে। তবে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব স্পষ্ট জানালেন—তাদের লক্ষ্য শুধু ভারতকে হারানো নয়, পুরো এশিয়া কাপের ট্রফি জয় করা। রোববার দুবাইয়ে উচ্চপ্রত্যাশিত ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাইম বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের মূল ফোকাস পুরো টুর্নামেন্ট জেতা। আমরা প্রতিটি দলের বিপক্ষেই ভয়হীন ক্রিকেট খেলতে চাই। ’ ভারতের গতিময় বোলার জসপ্রিত বুমরাহকে সামলানো নিয়ে প্রশ্নে পাকিস্তান ওপেনার বলেন, ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে প্রস্তুত। এটা চ্যালেঞ্জ, আর আমি তা গ্রহণ করব। তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো দলকে জয় এনে দেওয়া। ’ আইয়ুব জানান, পাকিস্তান দল ম্যাচটিকে ভিন্নভাবে নেয়, “শুধু একজন বা দু’জন নয়, প্রতিটি ম্যাচে আলাদা খেলোয়াড় সামনে আসবে—এটাই আমাদের শক্তি। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক আস্থা ও সমর্থন রয়েছে। ” তিনি...